Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় বিএনপির র‍্যালি-আলোচনা সভা

লোকাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১০

বেনাপোল: যশোরের শার্শায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

সমাবেশে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বলেন, ‘শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দেশের সংকটময় মুহূর্তে তিনি জনগণের অধিকার রক্ষায় বিএনপি গঠন করেন। আজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি।’

বিজ্ঞাপন

র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খাইরুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু ও লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহ্বায়ক সবুজ হোসেন খান। এছাড়াও, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও শ্রমিক দলের হান্নান।

সারাবাংলা/এসআর

আলোচনা সভা বিএনপি র‌্যালি শার্শা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর