Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংঘর্ষ-প্রাণহানির পর আবারও উৎপাদনে ফিরছে উত্তরা ইপিজেড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:১১

নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন

নীলফামারী:  সংঘর্ষ ও এক শ্রমিকের প্রাণহানির ঘটনার পর শ্রমিকদের ২৩ দফা দাবি মেনে নিয়ে দুই দিন পর আবারও উৎপাদনে ফিরছে নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড)। তবে আন্দোলনের সূত্রধর এভারগ্রীন প্রডাক্ট (বিডি) লিমিটেড কারখানাটি খুলবে আগামী শনিবার।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বেপজা কর্তৃপক্ষ, কারখানা মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে দীর্ঘ বৈঠক শেষে এ তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার।

তিনি বলেন, “উত্তরা ইপিজেডের সব কারখানা বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হবে। আর এভারগ্রীন বিডি কারখানাটি শনিবার থেকে চালু হবে। শ্রমিকদের সব দাবি মেনে নিতে কোম্পানি কমিটমেন্ট দিয়েছে। এ বিষয়ে লিখিত চুক্তিও হবে।”

বিজ্ঞাপন

আন্দোলনে নিহত শ্রমিক হাবিবের বিষয়ে তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহত শ্রমিকের পরিবারকে প্রাথমিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার দায়িত্বও নিয়েছে কোম্পানি। তাদের সকল আইনানুগ পাওনা পরিশোধ করা হবে।”

জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) আবু মো. সোয়েম জানান, চুক্তি অনুযায়ী অন্যায়ভাবে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না, বেতন-ভাতা কাটা যাবে না এবং শ্রমিকদের ওপর অযথা চাপ প্রয়োগ করা যাবে না।

এদিকে, জামায়াতের নীলফামারী জেলা নায়েবে আমীর খায়রুল আনাম বলেন, “দীর্ঘ বৈঠকে প্রতিটি দাবি খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়েও আলোচনা হয়েছে এবং বেপজা কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে।”

গত তিন দিন ধরে ২৩ দফা দাবি নিয়ে আন্দোলন করছিল এভারগ্রীন বিডি কারখানার শ্রমিকরা। কারখানা ছুটি ঘোষণার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অন্যান্য কারখানার শ্রমিকরাও আন্দোলনে যুক্ত হন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আট শ্রমিক গুলিবিদ্ধ হন এবং হাবিব নামে এক শ্রমিক নিহত হন।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে বেপজা কর্তৃপক্ষ ইপিজেডের সব কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

সারাবাংলা/এসএস

উত্তরা ইপিজেড উত্তেজনা উৎপাদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর