এশিয়া কাপের বাকি আর মাত্র কয়েকদিন। গ্রুপ পর্বেই বাংলাদেশের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে আফগানিস্তানের। দুই দলের এই লড়াইয়ে অনুমেয়ভাবেই উঠে আসছে স্পিনারদের প্রসঙ্গ। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলছেন, আফগান স্পিনারদের বিপক্ষে আগের অভিজ্ঞতাই তাদের জন্য যথেষ্ট হবে।
রশিদ খান, নুর আহমেদ, মোহাম্মদ নবী, মুজিবুর রহমান, ঘাজানফর; এশিয়া কাপে আফগান স্কোয়াডে স্পিনারদের ছড়াছড়ি। বিশেষ করে টি-২০ ফরম্যাটে আফগান স্পিন অ্যাটাক প্রতিপক্ষকে নাজেহাল করে ছাড়ে। সংযুক্ত আরব আমিরাতের পিচেও বেশ কার্যকরী হবেন আফগান স্পিনাররা, এমনটাই ধারণা করা হচ্ছে।
ডাচদের বিপক্ষে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে লিটন জানিয়েছেন, আফগান স্পিনারদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জ হলেও সেটা নিয়ে বেশি চিন্তিত নন তারা, ‘আসলে আপনি একটা ধারণাই নিতে পারবেন, চ্যালেঞ্জে না পড়া পর্যন্ত। আমরা আফগানিস্তানের সাথে সিরিজ খেলেছি অনেকগুলো। ২-১ জন বাদে প্রায় সবার বিপক্ষেই খেলেছি। সবাই জানি আমরা তারা কেমন। আমরা চেষ্টা করব সেভাবেই খেলার। শুধু তাদের স্পিন আছে এমন না আমাদেরও মাথায় অপশন আছে ব্যাটার আছে পেস বোলিং আছে।’
আগামী ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ।