Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশকে কুপিয়ে জখম, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৪

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বন্দর থানার সভাপতি মো. কাইয়ূম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বন্দর থানার সভাপতি মো. কাইয়ূমকে গ্রেফতার করা হয়েছে। তিনি সম্প্রতি পুলিশের ওপর হামলার মামলার আসামি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার রাতে নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বন্দর থাকার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানিয়েছেন।

গ্রেফতার মো. কাইয়ূম (৩৫) নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহরে সীমেন্স হোস্টেল এলাকার বাসিন্দা।

ওসি আফতাব সারাবাংলাকে বলেন, ‘গত ১১ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত কাইয়ূম। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

বিজ্ঞাপন

গত ১১ আগস্ট রাতে নগরীর বন্দর থানার ঈশানমিস্ত্রি ঘাট এলাকায় বর্তমানে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর