Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারেক রহমানের দেশে ফেরা তার ইচ্ছার ওপর নির্ভর করছে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৮

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে-কখন বাংলাদেশে ফিরে আসবেন সেটি তার ইচ্ছার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ফিরতে চাইলে সরকার সে বিষয়ে সহায়তা করবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশে আর কোনো মামলা নেই। সরকার তাকে ফেরাতে উদ্যোগ নেবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তিনি কবে-কীভাবে ফিরবেন সেটি তার একান্তই নিজের সিদ্ধান্ত। যদি ফিরতে কোনো সহায়তা লাগে সেটি দিতে সরকার প্রস্তুত।’

বিজ্ঞাপন

লন্ডনে তারেক রহমানের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। তিনি চাইলে ট্রাভেল ডকুমেন্টসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে কারা আসছেন? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের একটি দল বাংলাদেশ ঘুরে গেছে। আগামীতে আরও একটি দল আসছে। তবে এখনই এ বিষয়ে মন্তব্য করা হবে অনুমাননির্ভর। কার‌ণ, বিষয়টি নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে চিঠি পাঠানোর পর আর কোনো লিখিত আবেদন করা হয়েছে কিনা? এর উত্তরে তৌহিদ হোসেন বলেন, ‘চিঠি পাঠানোর পর লিখিতভাবে আর কোনো আবেদন জানানো হয়নি। তবে মৌখিকভাবে জানতে চাওয়া হয়েছে।’

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাংলাদেশ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘একপক্ষের ওপর সবকিছু নির্ভর করে না। কারণ, কোনো কিছু এগোতে দুইপক্ষেরই পদক্ষেপ লাগে। এ বিষয়ে দু’পক্ষ রাজি হলেই কেবল এগোনো যায়।’

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির মতো আরও কিছু দলকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবি রয়েছে। এ পরিস্থিতিতে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের নির্বাচনকে অংশগ্রহণমূলক বলবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপাতত এ বিষয়ে মন্তব্য অনুমাননির্ভর।’

সারাবাংলা/একে/পিটিএম

তারেক রহমান তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর