পটুয়াখালী : কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা মৃত একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। সেটির পুরো মাথা ও শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে গেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুয়াকাটা সৈকতের চর-গঙ্গামতি এলাকায় এটিকে দেখতে পান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা)-এর সদস্যরা। পরে বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা সমন্বয় করে ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়।
কুয়াকাটা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ জানান, তাদের একটি দল বন পরিদর্শন শেষে ফেরার পথে মৃত ডলফিন জঙ্গলের ভিতরে দেখতে পায়। ইরাবতী প্রজাতির এ ডলফিনটি সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগর সমুদ্র উপকূলের কাছাকাছি নদীর মোহনায় দেখা যায়।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো ডলফিনের বিষয়ে যথেষ্ট সতর্ক। তাদের সহযোগিতায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। চলতি বছরে এই উপকূলীয় এলাকায় এ পর্যন্ত মোট ৯টি মৃত ডলফিন পাওয়া যায়।
তিনি আরও জানান, যে ডলফিন রক্ষা কমিটি সার্বক্ষণিকভাবে ডলফিন নিয়ে কাজ করে যাচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই মৃত্যুর কারণ বের করার জন্য আবেদন জানানো হয়েছে।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সহযোগী গবেষক (সিফ্যাচ) সাগরিকা স্মৃতি জানিয়েছেন, ডলফিনের মৃতদেহ ভেসে আসার ঘটনা অনেক পুরোনো। বর্ষাকালে এই ধরনের ঘটনা বেশি দেখা যায়। তিনি আরও বলেন, সামুদ্রিক পরিবেশ রক্ষায় উন্নত দেশগুলো আমাদের চেয়ে অনেক এগিয়ে। আসলে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ডলফিন ও অন্যান্য সামুদ্রিক প্রাণী বাঁচাতে সংশ্লিষ্ট দফতরগুলো এগিয়ে না এলে এই সমস্যার সমাধান হবে না।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা এ কে এম মনিরুজ্জামান জানান, তিনি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে খবরটি শুনেছেন। পরিবেশ রক্ষায় মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।