Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে ডাকাতি ও ধর্ষণ মামলার প্রধান ৩ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২২

গ্রেফতার তিন আসামি।

পটুয়াখালী: কলাপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ ঘটনার প্রধান তিন আসামি কাওসার, আশীষ ও শওকত হোসেন রিপন সোহাগকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ ও পটুয়াখালী জেলা গোয়েন্দা সংস্থা পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মহেশপুর থানার শ্যামকুড় বর্ডার এলাকা থেকে কাওসার, ঢাকা মেট্রোপলিটনের দারুস সালাম ধানাধীন বস্তি এলাকা থেকে সোহাগ রিপন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্ততে কলাপাড়া পৌর এলাকাকে আশিষকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কাওছার কলাপাড়া থানার লতাচাপলী এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে, সোহাগ রিপন বরগুনা জেলার বামনা থানার পোটকাখালী গ্রামের জালাল প্যাদা এবং আশীষ গাইন কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার রনজিত গাইনের ছেলে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব বলেন এএসপি আরিফ মুহাম্মদ শাকুর।

সংবাদ সম্মেলনে এএসপি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ডাকাতি করার উদ্দেশ্যে তারা ১৪ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে বেলকনির গ্রিল কেটে বাদীর বাড়ির ভিতরে ঢুকে। বাড়িতে ঢুকে তারা বাদীর বোন, মা এবং বাদীর হাত-পা-মুখ-চোখ বেঁধে ফেলে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেট লুট করে। পরে আশীষসহ অন্যান্য ডাকাতরা বাদীর স্ত্রীকে অন্য রুমে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ডাকাতি এবং গণধর্ষণ শেষে ডাকাত দল বাদীর পরিবারকে হুমকি দিয়ে পালিয়ে যায়।

সারাবাংলা/এনজে

গ্রেফতার ডাকাতি ধর্ষণ মামলা প্রধান আসামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর