ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে পড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা ১ নম্বর গেট এলাকার ১/১২/সি নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুটির নাম শাফি। তার বাবার নাম বিল্লাল। তিনি বিদেশে থাকেন। আর শাফির পরিবার ওই নির্মাণাধীন ভবনের পাশের বাসায় ভাড়া থাকেন।
স্থানীয়রা জানান, ঘটনার এক ঘণ্টা আগে থেকে শাফিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ খোঁজাখুজির পর পাশের নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তী সময়ে ঢামেকেই শিশু শাফির সুরতহাল করে রাত ১২ টার পর মৃতদেহটি হস্তান্তর করা হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. রমজান আলী বলেন, বিবির বাগিচা এলাকায় একটি শিশু নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে পড়ে মারা গেছে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।