Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলছিটিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০২

মরদেহ। প্রতীকী ছবি

বরিশাল: ঝালকাঠির নলছিটিতে মনি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মনি আক্তার ওই গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে।

স্থানীয় ও প্রতিবেশীরা জানায়, মনি আক্তারকে তার মা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পড়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর