ঢাকা: বাংলাদেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দুয়েক জায়গায়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
আবহাওয়া অধিদফতরের পাঁচ দিনের পূর্বাভাসেও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।