নোয়াখালী: অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেছেন, কুলাঙ্গার বিচারপতি খাইরুল হক, সৈয়দ মাহমুদ হোসেন ও মানিকরা বিচার ব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে অনাস্থার পরিবেশ সৃষ্টি করেছিল। মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ধরনের বিচার ব্যবস্থা চালু করেছিল, সেজন্য এরা সবাই আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার যোগ্য।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ বার কাউন্সিলে আমাদের টিম প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে থেকে আপনাদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে- এটাই আমাদের প্রত্যয়। আপনারা যে স্বপ্নের বাংলাদেশে এগিয়ে যেতে চান, সেই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আইনজীবীদের অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করতে হবে। বিচার বিভাগে লুকিয়ে থাকা সমস্ত দুর্নীতিবাজদের তথ্য উদঘাটন করতে হবে। তিনি জজ, পিপি, জিপি বা আপনার কলিগ হোক, যে দুর্নীতি করবে, যেখানেই দুর্নীতি করবে, তার বিরুদ্ধে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন বুলবুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রমুখ।