Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সচিবালয়-আইনশৃঙ্খলা বাহিনী থেকে আওয়ামী দোসরদের পরিষ্কার করা উচিত’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৬

আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. ইউনূসের প্রথম কাজ হওয়া উচিত সচিবালয় ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে আওয়ামী দোসরদের পরিষ্কার করা। কারণ শিক্ষিত চোরকে বসিয়ে রেখে ভালো কাজ আশা করা যায় না।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি’র উদ্যোগে আয়োজিত ‘১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রাম ও ২৪ গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা সীমাহীন লুটপাটের মাধ্যমে ব্যাংক সেক্টর ধ্বংস করে ফেলেছে।’ বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার প্রতিশ্রুতি ড. ইউনূস বাস্তবায়ন করতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেন, ‘দেশে ভুয়া নির্বাচনের সূচনা হয়েছিল ১৯৭৩ সালের নির্বাচনে। শেখ হাসিনা সেই ধারাই অনুসরণ করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন। গণহত্যা, ব্যাংক লুটপাট ও ভোটচুরির জন্য তাকে জবাবদিহি করতে হবে।’

বিএনপির এ্ই নেতা বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য বারবার নির্যাতিত হলেও প্রতিপক্ষের বিরুদ্ধে কখনো কটূক্তি করেননি। অন্যদিকে তারেক রহমান দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে পরীক্ষিত নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।’

তিনি বলেন, ‘ দেশকে রক্ষা করতে পারে একমাত্র বিএনপি। এজন্য নেতাকর্মীদের অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সুজাউদ্দৌলা। উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, জনতা ব্যাংকের পরিচালক মো. ওবায়দুল হক, অগ্রণী ব্যাংকের পরিচালক মোহাম্মদ সুলতান মাহমুদ, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদি ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

সারাবাংলা/এফএন/এইচআই

আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি শামসুজ্জামান দুদু সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর