Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ২০:০১

প্রথম ম্যাচে জিততে পারল না বাংলাদেশ-নেপালের কেউই

এশিয়ান কাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেপাল সফরে গিয়েছে বাংলাদেশ দল। দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে আজ মাঠে নেমেছিল জামাল ভুঁইয়ার দল। প্রথম ম্যাচে জিততে পারেনি দুই দলের কেউই। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ ও নেপাল।

দলের মূল তারকা হামজা ও শমিতকে ছাড়াই নেপাল সফরের স্কোয়াড ঘোষণা করেছিলেন হাভিয়ের কাবরেরা। দলে ছিলেন না ফাহমিদুলও। বাংলাদেশ কেমন পারফর্ম করবে, সে নিয়েই উঠেছিল বড় প্রশ্ন।

হামজারা না থাকায় অনেকদিন পর শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। বাংলাদেশ অবশ্য শুরু থেকেই নেপালের রক্ষণভাগের পরীক্ষা নিয়েছে। তবে কিছুতেই তাদের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি বাংলাদেশি ফরোয়ার্ডরা।

বিজ্ঞাপন

নেপালও আক্রমণের চেষ্টা করেছে শুরু থেকেই। দুই দল গোল করতে ব্যর্থ হলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও দুই দল গোলের জন্য মরিয়া ছিল। তবে ফিনিশিংটা দিতে পারেননি কেউই। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ ও নেপাল।

আগামী ৯ সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর