Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন যথা সময়ে হবে: শারমীন এস মুরশীদ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৭

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ বলেছেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেজন্য অতিরিক্ত সহিংসতা এড়ানো জরুরি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের পথে যদি সহিংসতা বাড়ে, তাহলে নির্বাচন ভঙ্গুর হয়ে যাবে। তাই জনগণকে সতর্ক থাকতে হবে এবং সহিংসতা এড়াতে অবশ্যই পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে সোনারগাঁও ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।

বিজ্ঞাপন

শারমীন এস মুরশীদ বলেন, ‘সবাই অপেক্ষা করছি, কবে নির্বাচন হবে। তবে শুধুমাত্র তারিখ জানলেই হবে না—নির্বাচন যেন সংঘাত ও আতঙ্কমুক্ত হয়, সেটাই গুরুত্বপূর্ণ। আমরা যদি সকলে মিলে সহযোগিতা করি, তাহলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘গত ১৬ বছরের অনিয়ম ও দুর্নীতি এক বছরে দূর করা সম্ভব নয়। তবে বর্তমানে অন্তর্বর্তী সরকার শিশু ও নারীদের কল্যাণে বিশেষভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রেও নাগরিক সহযোগিতা দরকার।’

শিশুদের ভবিষ্যৎ গঠন নিয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘শিশুদের যদি সঠিকভাবে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা বিশ্বের কাছে হেরে যাব। এই দায়িত্ব শুধু পরিবার নয়, শিক্ষা প্রতিষ্ঠানকেও নিতে হবে। শিশুদের সঠিক পথ দেখাতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আক্তার হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং পরিচালক খায়রুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। বক্তারা বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত, যাতে তারা অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে পারে।’

সারাবাংলা/এফএন/এইচআই

ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ নির্বাচন শারমীন এস মুরশীদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর