Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরে আর্জেন্টিনার দুই প্রীতি ম্যাচ, মেসি খেলবেন তো?

স্পোর্টস ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০

অক্টোবরে দুটি প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা

এই মাসেই বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবেন তারা। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিটা এরপর থেকেই শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

অক্টোবরে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, জানা গিয়েছিল আগেই। এবার প্রকাশিত হলো লিওনেল মেসিদের প্রতিপক্ষের নাম ও ম্যাচের সূচি।

১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মায়ামিতে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ভেনেজুয়েলা। ১৩ অক্টোবর দ্বিতীয় প্রীতি ম্যাচে শিকাগোতে পুয়ের্তে রিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে আগামী বিশ্বকাপের বাছাইপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। দেশের মাটিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলে মেসি এই ম্যাচে থাকছেন না।

বিজ্ঞাপন

ইনজুরির সঙ্গে গত কয়েক মাস ধরে লড়াই করা মেসি অক্টোবরের দুই প্রীতি ম্যাচে থাকবেন না, সেটা নিয়েই উঠেছে বড় প্রশ্ন। ধারণা করা হচ্ছে, ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি মায়ামির মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে খেলবেন। পুয়ের্তে রিকোর বিপক্ষে তার না খেলার সম্ভাবনাই বেশি।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা প্রীতি ম্যাচ লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর