Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস আজ সহনীয়

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৫

ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে রয়েছে। আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান ২৫তম। গতকাল একই সময়ে এটি ২৪তম অবস্থানে ছিল।

রোববার (৭ সেপ্টেম্বর) সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, রাজধানীর বায়ুমান (একিউআই) ছিল ৭৩। গতকাল একই সময়ে ঢাকার একিউআই ছিল ৭৪।

অন্যদিকে, আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। শহরটির একিউআই ১৫৭ যা সবার জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত।

শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো—ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা (১৫৬), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৩৯), ইথিওপিয়ার আদ্দিস আবাবা (১২২) এবং চিলির সান্তিয়াগো (১১৬)।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা দূষণের প্রধান উৎস। এ ধরনের দূষণ দীর্ঘ মেয়াদে শ্বাসতন্ত্র ও হৃদরোগসহ ক্যানসারের ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গৃহস্থালি ও পরিবেশগত বায়ুদূষণের কারণে প্রতি বছর প্রায় ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়।

ব্রিটিশ মেডিকেল জার্নালের (বিএমজে) এক গবেষণায়ও বলা হয়েছে, শুধু জীবাশ্ম জ্বালানি থেকে উৎপন্ন বায়ুদূষণেই প্রতি বছর বিশ্বে প্রায় ৫২ লাখ মানুষ মারা যান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে ঢাকার বাতাসের মান অতিমাত্রায় দূষিত থাকায় বাইরে বের হলে সবার মাস্ক পরা উচিত। শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া, ইটভাটা ও শিল্পকারখানার মালিকদের কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখতে বলা হয়েছে। একই সঙ্গে নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, ট্রাক বা লরি ঢেকে পরিবহন, দিনে অন্তত দু’বার পানি ছিটানো এবং পুরোনো ধোঁয়াযুক্ত যানবাহন সড়কে না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঢাকায় বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর