ঢাকা: আসন্ন ডাকসু নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মহির আলমকে নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘জুলাই অভ্যুত্থানের অনেক সহযোদ্ধা এবারে ডাকসু নির্বাচন করছেন। ব্যক্তিত্ব, সততা, যোগ্যতা আর দক্ষতার মতো বিষয়গুলোকে মাথায় রেখে যে কয়েকজন আমার দৃষ্টিতে সামনের সারিতে থাকবেন, তাদের মধ্যে মহির আলম একজন।’
মহির আলমের ডাকসুতে থাকা জরুরি উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘মহির সমাজসেবা সম্পাদক পদে ইলেকশন করছে। ফলাফল কী হবে সেটা শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। তবে মহিরের মতো ছেলেদের অবশ্যই ডাকসুতে থাকা উচিত। তাহলেই ডাকসু স্বমহিমায় ফিরে আসবে।’
এছাড়া তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, ‘মহির আলম আমার বংশধর নন।’
উল্লেখ্য, আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা তরুণদের অংশগ্রহণ এ নির্বাচনে বিশেষ মাত্রা যোগ করেছে।