Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএনওর গাড়িচাপায় প্রাণ গেল এক ব্যক্তির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৯ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৪

নিহত ফরিদ মিয়া

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় ফরিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ মিয়া উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ফরিদ মিয়া তার গরু চরাতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। বেলা ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি রায়ের সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান ফটক দিয়ে ঢোকার সময় তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে।

নিহতের ভাই শরীফ জানান, গাড়ি চাপায় তার ভাইয়ের এক হাত ভেঙে যায়, মাথায়  গুরুতর আঘাত লেগে  ঘটনাস্থলে মারা যায়।

মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর