Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন
আবু বাকের মজুমদারকে সমর্থন জানালেন নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৪

নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদার। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় েকন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আবু বাকের মজুমদার। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেইজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন—
‘আবু বাকের মজুমদার। দ্য অর্গানাইজার অব দ্য জুলাই রেভুলেশন। গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস যেদিন লেখা হবে, আবু বাকেরের ভূমিকা জাতি জানতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে নেতৃত্ব দিতে বাকেরকে প্রয়োজন। বাকের শেষ পর্যন্ত লড়াই করবে। আগামী ৯ সেপ্টেম্বর, ডাকসু নির্বাচনে বাকের মজুমদারকে জয়ী করুন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ডাকসু নির্বাচন ঘিরে এরইমধ্যে ক্যাম্পাসজুড়ে ব্যাপক প্রচার শুরু হয়েছে। ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের উপস্থিতি ও বিভিন্ন রাজনৈতিক দলের তরফে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সমর্থন এবারের নির্বাচনের পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক করে ফেলেছে।

সারাবাংলা/এফএন/পিটিএম

ডাকসু নির্বাচন নাহিদ ইসলাম বাকের মজুমদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর