Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি সংশোধন: জটিল আবেদন নিষ্পত্তিতে ইসি’র নতুন নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৬ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

ঢাকা: এনআইডি সংশোধনের জটিল আবেদন নিষ্পত্তিতে‎ মোবাইলে প্রাপ্ত এসএমএস ছাড়া মাঠ পর্যায় থেকে কোনো আবেদন ঢাকায় না পাঠানোর জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সম্প্রতি ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম মাঠ কর্মকর্তাদের এই নির্দেশনা দেন।

‎জানা গেছে, সিরিয়াল অনুযায়ী নিষ্পত্তি চলছে। তাই কোনো আবেদনকারীকে শুনানি (মোবাইলে প্রাপ্ত এসএমএস) ছাড়া উপজেলা/থানা নির্বাচন অফিস, জেলা বা সিনিয়র জেলা নির্বাচন অফিস কিংবা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কার্যালয় থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে প্রেরণ করা যাবে না।

বিজ্ঞাপন

‎তবে জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তার সই ও সিল দিয়ে আবেদন প্রেরণ করা যাবে। একইভাবে ‘ম্যাচ ফাউন্ড’ সমস্যার ক্ষেত্রে কর্মকর্তার সই ও সিল প্রদান করে আবেদন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

‎এছাড়া ‘ঘ’ ক্যাটাগরির আবেদন মাঠ কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে এনআইডি মহাপরিচালক নিষ্পত্তি করে থাকেন।

‎জানা যায়, গত এক বছরে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

‎সারাবাংলা/এনএল/আরএস

(এনআইডি) সংশোধন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

সাংবাদিক আরেফিন তুষার আর নেই
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪০

আরো

সম্পর্কিত খবর