Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে জেন-জির বিক্ষোভে সহিংসতা, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৮ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৩

তরুণদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে রাজধানী কাঠমান্ডুতে জেন-জিসহ সাধারণ জনতা বিক্ষোভ করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) এ বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে কারফিউ।

ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইউটিউবসহ মোট ২৬টি অ্যাপ ও সাইট নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে হাজারো তরুণ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা নিউ বানেশ্বর এলাকায় ব্যারিকেড টপকে পার্লামেন্ট ভবন ঘিরে ফেলে এবং ভেতরে প্রবেশ করে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

বিজ্ঞাপন

সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও পানি ছিটানো গাড়ি ব্যবহার করে। পুলিশের গুলিতে পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা করা বহু বিক্ষোভকারী আহত হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্লামেন্ট ভবন, সরকারি সচিবালয়, প্রেসিডেন্ট ভবন ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর ২ থেকে ৩ প্লাটুন মোতায়েন করা হয়েছে। তবে সেনাদের কার্যক্রম এখন পর্যন্ত কাঠমান্ডু শহরেই সীমিত রয়েছে।

‘হামি নেপাল’ নামের সংগঠনের ব্যানারে অনুমতি নিয়ে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ থাকলেও বিক্ষোভকারীরা ভিপিএন ব্যবহার করে সমন্বয় চালিয়ে যাচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সারাবাংলা/এনজে

জেন জি নিহত নেপাল বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর