Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের উদ্যোক্তাদের দক্ষতা ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত চীন

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

– (ছবি : সংগৃহীত )

ঢাকা: গত এক বছরে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ২০টিরও বেশি নতুন চীনা প্রতিষ্ঠান প্রায় ৮০ কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। এটি বাস্তবায়িত হলে দেশের রফতানি আরও বাড়বে। তবে বাংলাদেশের রফতানি পোশাক পণ্যের উপরই নির্ভর করছে। এটি অধিক মাত্রায় ঝুঁকি তৈরি করেছে। সামগ্রিকভাবে বাংলাদেশের উদ্যোক্তাদের দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর জোর দিয়েছে চীন। আর এক্ষেত্রে চীন সহযোগিতা করতে প্রস্তুত।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার চীনা দূতাবাসে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি তাসকীন আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় চীনা রাষ্ট্রদূত এসব কথা জানান।

বিজ্ঞাপন

ডিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ৭৩৫ কোটি ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রফতানির পরিমাণ ছিল যথাক্রমে ১ হাজার ৬৬৪ কোটি ও ৭১ হাজার ৫৩৮ কোটি ডলার।

তিনি বলেন, বাংলাদেশের টেকসই সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখা ও এলডিসি উত্তরণের সম্ভাবনা কাজে লাগাতে দু’দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের জন্য চীন সর্ববৃহৎ আমদানিকারক দেশ এবং দেশটির সঙ্গে বিশেষ করে অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।
এছাড়া কৃষি ও খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্য-প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং, পাদুকা, লজিস্টিকস, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা, এপিআই, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ প্রভৃতি খাতে চীনের সার্বিক সহযোগিতার আহ্বান জানান তাসকীন আহমেদ। সেই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশী উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত সহায়তায় চীনকে এগিয়ে আসার আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, গত বছর থেকে এখন পর্যন্ত তৈরি পোশাক, টেক্সটাইল খাতের ২০টিরও বেশি নতুন চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রায় ৮০ কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। এটি বাস্তবায়ন হলে এ খাতে বাংলাদেশের রফতানি আরও বাড়বে।
রাষ্ট্রদূত বলেন, চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিশেষকরে বিদ্যুৎ চালিত যানবাহন (ইলেকট্রনিক ভেহিকেল) খাতে বিনিয়োগে আগ্রহ রয়েছে, তবে এ খাতে বিদ্যমান উচ্চ শুল্ক ও সহায়ক নীতিমালার অনুপস্থিতি বিনিয়োগকে বাধাগ্রস্থ করছে। বাংলাদেশ সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা নিয়ে সংশ্লিষ্ট নীতিমালার যুগোপযোগীকরণে উদ্যোগী হবে বলে আশাবা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মোট রফতানি ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত হতে, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়। রফতানির সম্ভাবনাময় অন্যান্য খাতকে অগ্রাধিকারের ভিত্তিতে রফতানি পণ্যের বহুমুখীকরণ ও সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়াও বাংলাদেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে চীনের প্রযুক্তিগত সহায়তা গ্রহণের আহ্বান জানান চীনের রাষ্ট্রদূত।

সারাবাংলা/ইএইচটি/আরএস

চীনা রাষ্ট্রদূত ডিসিসিআই

বিজ্ঞাপন

যুদ্ধ এখনো শেষ হয়নি: মির্জা ফখরুল
৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৭

আরো

সম্পর্কিত খবর