টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হযরত আলীকে গ্রেফতার করছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর এলাকার স্টেডিয়াম ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হযরত আলী গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামি।