খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে চায়, যেখানে থাকবে না কোন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি ও দুঃশাসন। থাকবে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ। রাষ্ট্রের মালিকানা থাকবে জনগণের, আর শাসক হবেন সেবক।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে খুলনার বয়রা মোস্তর মোড়ে মৎস্য অবতরণ ও বিপণন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যেখানে শাসক কখনো শোষক হবে না, লুটপাট করবে না, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, জুলুম নির্যাতন করবে না। তাই একটি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধশালী দেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিন।’
সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘এই অঞ্চলের মানুষের জন্য বিল আশির্বাদ না হয়ে এখন অভিশাপে পরিণত হয়েছে। ভারি বর্ষণে বিল ডাকাতিয়াসহ এ অঞ্চলের প্রায় ১৪টি বিল তলিয়ে যায়। ফলে কৃষকরা তাদের ফসল উৎপাদন করতে না পেরে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করে। আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আর আমার দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে বিল ডাকাতিয়াসহ এই অঞ্চলের সকল বিলের জলাবদ্ধতা দূর করাই হবে আমার প্রধানতম কাজ ‘
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি দেশের শাসন ক্ষমতা যদি ইসলাম প্রিয় আলেম- উলামাদের হাতে যায় তাহলে আল্লাহর ওয়াদা অনুযায়ী এদেশের লোক নিরাপদে, সুখে শান্তিতে থাকবে। আর হিন্দুসহ অমুসলিম ভাইয়েরা সবচেয়ে নিরাপত্তায় থাকবে।’
তিনি আরও বলেছেন, ‘দক্ষিণ অঞ্চলের সাদা সোনা খ্যাত গলদা চিংড়ি চাষ বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তাই চিংড়ি চাষ আধুনিকীকরণ ও সময়োপযোগী করে গড়ে তোলার জন্য সব ধরণের সহযোগিতা চালিয়ে যাব।’
হরিণটানা থানা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, খুলনা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ ফকির, সরকারি বিএল কলেজ ছাত্র সংসদের ভিপি অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম ও গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিন হোসেন।