Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের ৯ পদক্ষেপ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৪ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫২

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান গণহত্যা ঠেকাতে নয় দফা পদক্ষেপ ঘোষণা করেছে স্পেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

স্পেনের সিদ্ধান্ত অনুযায়ী—ইসরায়েলে অস্ত্র রফতানি সম্পূর্ণ বন্ধ থাকবে। ইসরায়েলি সেনাবাহিনীর জন্য জ্বালানি বহনকারী কোনো জাহাজ স্পেনের বন্দর ব্যবহার করতে পারবে না। প্রতিরক্ষাসামগ্রী বহনকারী বিমান স্পেনের আকাশসীমায় ঢুকতে পারবে না। গণহত্যা ও যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের স্পেনে প্রবেশ নিষিদ্ধ থাকবে। গাজা ও পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে আমদানি বন্ধ করা হবে।

এ ছাড়া স্পেন ঘোষণা দিয়েছে, অবৈধ বসতিতে থাকা স্পেনীয় নাগরিকদের জন্য কনস্যুলার সেবা সীমিত করা হবে। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বাড়তি সহায়তা, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাতে (ইউএনআরডব্লিউএ) অনুদান বৃদ্ধি এবং গাজায় মানবিক সহায়তা জোরদার করবে মাদ্রিদ।

বিজ্ঞাপন

এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, ‘দেশ রক্ষার অধিকার আছে। কিন্তু হাসপাতাল বোমা মেরে বা শিশুদের অনাহারে মেরে ফেলা সম্পূর্ণ আলাদা বিষয়। ইসরায়েল যা করছে তা হলো নিরস্ত্র জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করা—যা সব মানবিক আইন লঙ্ঘন করছে। আমরা চুপ করে থাকতে পারি না।’

এর আগে ২০২৪ সালে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

সারাবাংলা/এসডব্লিউ

ইসরায়েল গাজায় গণহত্যা স্পেন স্পেনের ৯ দফা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর