Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচন
কার্জন হলের পোলিং অফিসার জিয়াউর রহমানকে প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৭ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৬

জিয়াউর রহমান।

ঢাকা: কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণ করা ব্যালট সরবরাহ করায় পোলিং অফিসার ও অমর একুশে হলের কর্মকর্রতা জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দিয়েছেন পোলিং অফিসার। এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ঐ বুথ পরিদর্শন‌ করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় ঘটনার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়।

পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল।

বিজ্ঞাপন

পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে আরকি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদ এক বিজ্ঞপ্তিতে জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর।