Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৮

হস্তান্তরকৃত ১২ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সীমান্তের মেইন পিলার ৭৬-এর কাছে শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে সীমান্তের মেইন পিলারে কমান্ডার পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং বিএসএফের পক্ষে গেদে কোম্পানি কমান্ডার এ.সি. সুরেন্দার সিং উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আলোচনার পর ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে বসবাস করা ১২ বাংলাদেশি নাগরিককে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী ও এক শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে সেখানকার বিভিন্ন এলাকায় তারা বসবাস করছিলেন।

লে. কর্নেল নাজমুল হাসান আরও জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এই ধরনের পতাকা বৈঠক দুই দেশের আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করছে। হস্তান্তরের পর ১২ জনকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসএস

অনুপ্রবেশকারী বাংলাদেশি বিজিবি ভারত হস্তান্তর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর