ঢাকা: দোহায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “কাতার একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। দখলদার ইসরায়েল বিনা উস্কানিতে দোহায় যে বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং কাতারের জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।”
তিনি অভিযোগ করেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এবার কাতারের মতো স্বাধীন রাষ্ট্রের ওপর হামলা চালিয়ে তারা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “ইসরায়েলের এ আগ্রাসন বন্ধ না হলে তাদের মানবাধিকার লঙ্ঘন ভয়াবহ আকার ধারণ করবে এবং বৈশ্বিক শান্তি ধ্বংস হয়ে যাবে।”
তিনি জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান কাতারসহ মধ্যপ্রাচ্যের স্বাধীন রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষায় দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে।