Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে ফল প্রত্যাখ্যান আবিদের

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৮ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৪

আবিদুল ইসলাম খান। ফাইল ছবি

ঢাকা: ভোটকে ‘পরিকল্পিত প্রহসন’ আখ্যা দিয়ে ফল প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া দেন তিনি।

আবিদুল ইসলাম খান বলেন, ‘‌পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পর পরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নেওয়া হয়েছে। এই পরিকল্পিত প্রহসন আমি প্রত্যাখ্যান করছি।’

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছয়টি হলের ফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি পদে (ভিপি) মো. আবু সাদিক (সাদিম কায়েম) বিপুল ভোটে এগিয়ে আছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আসিয়ানে যোগ দিল পূর্ব তিমুর
২৬ অক্টোবর ২০২৫ ১০:৩২

আরো

সম্পর্কিত খবর