ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ফলাফল ঘোষণার পর নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন— “আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারাদেশের কোথাও কোনো মিছিল করব না। শুধু মহান রবের কাছে সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হব না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকব।”
তিনি আরও উল্লেখ করেন, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় তারা থামবেন না। একইসঙ্গে প্রতিশ্রুতি দেন, প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।
বিজয় মিছিল না করার আহ্বান কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে শান্তি ও সংযম বজায় রাখার লক্ষ্যে দেওয়া হয়েছে।