Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নতির দিকে ঢাকার বায়ুমান, দূষণে শীর্ষে জাকার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৪

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকলেও বর্তমানে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে রয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৭৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২০তম অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাসকে দূষণের দিক থেকে ‘মাঝারি’ মানের হিসেবে গণ্য করা হয়।

অন্যদিকে, একই সময়ে ১৬৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এ ছাড়া পাকিস্তানের লাহোর ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয়, ভিয়েতনামের হো চি মিন সিটি ১৩২ স্কোর নিয়ে তৃতীয়, সৌদি আরবের রিয়াদ ১২৮ স্কোর নিয়ে চতুর্থ এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা ১২৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০০–৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ আর ৩০০-এর উপরে হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

পরিবেশবিদরা বলছেন, ঢাকায় এক সময় দৈনিক সূচকে নিয়মিতভাবে শীর্ষ পাঁচে থাকলেও সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই অগ্রগতি স্থায়ী করতে টেকসই পরিবেশবান্ধব নগরায়ণ, যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ এবং শিল্পকারখানা থেকে নির্গমন হ্রাসে কঠোর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।

সারাবাংলা/এফএন/এনজে

জাকার্তা ঢাকার বায়ুমান বায়ুদূষণ শীর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর