Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একীভূত হবে ২২ আর্থিক প্রতিষ্ঠান
নির্বাচনি দায়িত্ব পালনে ৩০০ গাড়ি কেনা হবে: অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৮

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ – (ফাইল ছবি : সংগৃহীত )

ঢাকা: আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, এ গাড়ি কেনার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী ত্রয়োদশ সংসদের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাবের খবর সঠিক নয়। এ ধরনের প্রস্তাব অনুমোদনের প্রশ্নই আসে না। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব দিয়েছিল। আমি তো সেই প্রস্তাব বন্ধ করে দিয়েছি। বলেছি, এ গাড়ি কেনা হবে না।

বিজ্ঞাপন

প্রসঙ্গক্রমে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে বিগত সরকারের সংসদের সদস্যদের জন্য আসাশুল্কমুক্ত ৬০টি গাড়ি জব্দ করা হয়েছে। সেগুলো বেশ দামি গাড়ি। এমপিদের ৩০ থেকে ৪০টি গাড়ি সেখানে রয়েছে। একেকটা গাড়ির আনুমানিক দাম ৫ কোটি থেকে ৬ কোটি টাকা। সেগুলো যখন এনবিআর অকশন করতে গেছে, দাম উঠেছে মাত্র ১০ লাখ টাকা করে। আমি এনবিআর চেয়ারম্যানকে বলেছি, এগুলো বিক্রি করার দরকার নেই। এগুলো পরিবহন পুলে যোগ করে দিতে বলেছি।

ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ৫টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ২২টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তাভাবনা চলছে। তবে কোনো ব্যাংক এভাবে একীভূত হয়ে গেলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না।

অপর এক প্রসঙ্গে তিনি জানান, জাপানে ১ লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য জাপানি ভাষা শিখতে হবে। পাশাপাশি যেকোনো ধরনের দক্ষতা থাকলেই দেশটিতে চাকরির সুযোগ মিলবে।

সারাবাংলা/আরএস

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

পূর্ণতায় পরীমণি
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২১

আরো

সম্পর্কিত খবর