ঢাকা: ‘ডিজিটাল ক্ষুদ্র ঋণ’ প্রদানে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের আকার কমিয়ে ১০০ কোটি টাকা পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে তহবিলের আকার কমলেও স্কিমের মেয়াদ ৩ বছর বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী, এ তহবিলের মেয়াদ আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
উল্লেখ্য, অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত উন্নয়নের লক্ষ্যে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে বিবেচনায় নিয়ে আর্থিক পণ্য বা সেবা বহুমুখীকরণের লক্ষ্যে স্বল্প সুদ/মুনাফায় ডিজিটাল ক্ষুদ্র ঋণ/বিনিয়োগ প্রদানে বিগত সরকারের আমলে ২০২২ সালের ২ জুন ডিজিটাল ক্ষুদ্র ঋণ’ সুবিধা প্রদানে পুনঃঅর্থায়ন স্কিম গঠন করে বাংলাদেশ ব্যাংক। শুরুতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের আকার ছিল ১০০ কোটি টাকা এবং মেয়াদ ছিল ৩ বছর।
পরবর্তীতে প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত ও উৎসাহিত করার মাধ্যমে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ২০২৩ সালের ১৬ জুলাই পৃথক এক সার্কুলারে তহবিলের আকার বাড়িয়ে ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত: এ তহবিলের আওতায় তফসিলি ব্যাংকগুলো ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেট ইত্যাদি ব্যবহার করে এন্ড-টু-এন্ড (ঋণ প্রসেসিং থেকে শুরু করে ঋণ আদায় পর্যন্ত) ডিজিটাল পদ্ধতিতে ঋণ বিতরণ করে থাকে। যোগ্যতা যাচাই সাপেক্ষে এ তহবিলের আওতায় একজন প্রান্তিক গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন।