Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন কমিশনে ‘বিএনপিপন্থী’ শিক্ষকদের নিয়ে শিবিরের শঙ্কা

চবি করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০২

জরুরি সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ব্যুরো : অধিকাংশ ‘বিএনপিপন্থী’ শিক্ষক নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন কমিশন গঠনের অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির। এর ফলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কী না তা নিয়ে শঙ্কায় আছে সংগঠনটি।

বুধবার (১০সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চাকসু নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এমন শঙ্কার কথা জানিয়েছেন চবি শাখা ছাত্রশিবিরের নেতারা।

লিখিত বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘নির্বাচন কমিশনের অধিকাংশ সদস্যই সরাসরি একটি বিশেষ দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকাবস্থায় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা শঙ্কিত। নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা অধ্যাপক জাহিদুর রহমান চৌধুরী যিনি প্রকাশ্যে ছাত্রশিবিরসহ তার মতাদর্শ বিরোধী সকলের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন। এমন একজন শিক্ষক নির্বাচন কমিশনে থাকলে সেই নির্বাচন সুষ্ঠ হওয়া সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হবে।’

বিজ্ঞাপন

মোহাম্মদ আলী বলেন, ‘নির্বাচন কমিশনে ৬০ শতাংশ সদস্য বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক, যেটি গভীরভাবে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। এ অবস্থায় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি। নির্বাচন কমিশনকে নিরপেক্ষদের দিয়ে ঢেলে সাজাতে হবে।’

সংবাদ সম্মেলনে ছাত্রশিবির নেতারা চাকসুর গঠনতন্ত্রে সভাপতি হিসেবে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতার কারণে নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। চাকসু গঠনতন্ত্র সংস্কারের মাধ্যমে সম্পাদকীয় পদ দাবিও জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি, বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, অর্থ সম্পাদক হাসান মোজাহিদ ও প্রচার সম্পাদক ইসহাক ভূঁঞাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআর/এসআর

চট্টগ্রাম চাকসু নির্বাচন শিবির

বিজ্ঞাপন

নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা
১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৭

আরো

সম্পর্কিত খবর