Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামান্না

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৪

সাবিকুন নাহার তামান্না।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ সদস্য পদে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। এবারেরে ডাকসু নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১০ হাজার ৮৪টি। তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফল ঘোষণা করা হয়।

জানা গেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই ভাঙচুর করা হয় ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রচারণা বোর্ড। বিকৃত করা হয় প্যানেলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি।

বিজ্ঞাপন

গত ২৬ আগস্ট নিজের ফেসবুক আইডিতে ভাঙচুরের ছবিটি শেয়ার করে লেখেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।’ সে সময় তামান্নার ছবি এমনভাবে বিকৃত করাকে নারীর পোশাক স্বাধীনতা ও নারীর প্রতি বিদ্বেষী মনোভাবের প্রকাশ উল্লেখ করে প্রতিবাদ জানান ঢাবি শিক্ষার্থীরা।

সারাবাংলা/জিএস/ইআ

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ডাকসু নির্বাচন ২০২৫ সর্বোচ্চ ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর