Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ৫ লাখ মানুষকে টাইফয়েড টিকা প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভা।

সাতক্ষীরা: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাতক্ষীরা জেলায় পাঁচ লাখ পাঁচ হাজার মানুষকে টাইফয়েড টিকা প্রদানের কথা বলা হয়।

আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ টিকা প্রদান করা হবে। এতে নয় মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুরা টিকা দিতে পারবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আব্দুস সালাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মহিলা অধিদফতর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক রওশনারা জামান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী প্রমুখ।

মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে টাইফয়েড টিকাদন এ্যাডভোকেসি সভার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ডা. রাশেদ উদ্দিন মিজান।

এ্যাডভোকেসি সভায় বিভিন্ন দফতরের প্রধানরা, স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান শিক্ষকরা, ইমাম, পুরোহিত, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান।

সারাবাংলা/এসডব্লিউ

টাইফয়েড টিকা প্রদান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর