ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে হাজী মুহম্মদ মুহসীন হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক সিকদার। জিএস পদে নির্বাচিত হয়েছেন রাফিদ হাসান সাফওয়ান। এজিএস পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ। তারা তিনজনই ছাত্র শিবিরের সমর্থিত প্রার্থী হিসেবে পরিচিত।
কবি জসীম উদদীন হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ওসমান গণি। তিনি পেয়েছেন ৫৭৮ ভোট। জিএস পদে নির্বাচিত হয়েছেন মাসুম আব্দুল্লাহ। তিনি পেয়েছেন, ৩৪৪ ভোট এবং এজিএস হয়েছেন হিজবুল্লাহ আল হিজুল। তিনি পেয়েছেন ৩৬৯ ভোট। তারা প্রত্যেকেই ইসলামী ছাত্র শিবিরের সমর্থক হিসেবে পরিচিত।
স্যার এফ রহমান হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ১৮-১৯ সেয়াহনের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৪৬১ ভোট। জিএস পদে নির্বাচিত হয়েছেন ২১-২২ সেশনের শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ। তিনি পেয়েছেন ৩৬৯ ভোট। এজিএস পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল জুবাইর। তিনি পেয়েছেন ৩২৯ ভোট।
মাস্টারদা সূর্যসেন হলে ভিপি পদে আজিজুল হক ৬৯২ ভোট পেয়ে, জিএস পদে মোখলেছুর রহমান ৪৮২ ভোট পেয়ে, এজিএস পদে রিয়াজউদ্দীন সাকিব ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন
ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন খন্দকার মো. আবু নাঈম, জিএস পদে নির্বাচিত হয়েছেন ইমামুল হাসান, এজিএস পদে মহসিন শাফী।
জগন্নাথ হল সংসদে ভিপি পদে নির্বাচিত হয়েছেন পল্লব চন্দ্র বর্মন, জিএস অদে সুদীপ্ত প্রামাণিক এবং এজিএস পদে দ্বীপ জয় সরকার দীপ্ত নির্বাচিত হয়েছেন।