Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ ঘণ্টা পর ফরিদপুর মহাসড়কের অবরোধ প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৭

ফরিদপুর মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর- ৪ আসন থেকে অন্য আসনে পুনর্বিন্যাসের দাবিতে দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মত মহসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। রাতে নিরাপত্তার স্বার্থে দীর্ঘ ১১ ঘণ্টা পর ভাঙ্গায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। সন্ধ্যা ৬টার পর থেকে যান চলাচল শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবারও অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ডে গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় আগুন জালিয়ে সড়ক অবরোধ করা হয়। এ সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়াও, আলগি ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করায় ঢাকা খুলনা মহাসড়ক বন্ধ হয়ে যায়। মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ফরিদপুরে আজও মহাসড়ক অবরোধ, বন্ধ দক্ষিণাঞ্চলের যান চলাচল

আসন বিন্যাস নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে গত শুক্রবার দুই দফা মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান।

উল্লেখ্য, ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে অন্য আসনে সংযুক্ত করার প্রতিবাদে এই অবরোধের ডাক দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর