Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচনে সাহসী ভূমিকার জন্য উপাচার্যকে অভিনন্দন সারজিস’র

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:২১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত সদ্যসমাপ্ত স্বচ্ছ ও শান্তিপূর্ণ ডাকসু নির্বাচনের প্রশংসা করেন।

ফেসবুক বার্তায় সারজিস আলম লেখেন, ‘মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।’

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, ডাকসু নির্বাচন কেবল একটি শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন ছিল না; এটি ছিল একটি প্রজন্মের গণতান্ত্রিক চর্চার পুনর্জাগরণের প্রতীক। এক দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত এ নির্বাচন ঢাবি-র শিক্ষার্থীদের মধ্যে নতুন আশা ও নেতৃত্ব সৃষ্টির সুযোগ তৈরি করেছে।

সারজিস আলম লিখেন, ‘অনুগ্রহ করে গুটিকয়েক বিকৃত মস্তিষ্কের ব্যবহারে কষ্ট নিবেন না। আপনি আমাদের সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়।’

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা জায়গায় কিছু বিরূপ মন্তব্য করা হলেও তা ঢাবি উপাচার্যের দৃঢ় নেতৃত্বকে খাটো করতে পারবে না।

সাবেক সামরিক শাসন ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে দায়িত্বশীলতা ও বিচক্ষণতা প্রয়োজন ছিল, তা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন বর্তমান উপাচার্য— এমন মতও প্রকাশ করেন এনসিপি এই নেতা।

‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের অস্থিতিশীল অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেনসিটিভ প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আপনি যতগুলো দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, — লিখেছেন সারজিস আলম।

তিনি উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি ডাকসু ঢা‌বি সারজিস

বিজ্ঞাপন

নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা
১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৭

আরো

সম্পর্কিত খবর