ঢাকা: বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত ও অনুমোদনপ্রাপ্ত সকল পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী (পেমেন্ট সিস্টেম অপারেটরস) ও পরিশোধ সেবাদানকারী (পেমেন্ট সার্ভিস প্রোভাইডার্স)-কে নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম স্বমূল্যায়ন করতে হবে।
অতি সম্প্রতি এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ৩১ ডিসেম্বর ভিত্তিক স্বমূল্যায়ন সম্পন্ন করে দালিলিক প্রমাণসহ পরবর্তী বছরের ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এ লক্ষ্যে একটি সুনির্দিষ্ট ফরম্যাটও তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশে বলা হয়, পরিশোধ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে স্বচ্ছতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর স্বমূল্যায়নের ভূমিকা অপরিসীম। কেননা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বমূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাংগঠনিক ও আইনি কাঠামো, পরিচালন দক্ষতা, আর্থিক স্থিতিশীলতা, প্রযুক্তিগত সক্ষমতা, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহক স্বার্থ সংরক্ষণের বিষয়ে উদ্ভূত সমস্যা নিরসনে দ্রুতগতিতে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যায়। এ প্রেক্ষাপটে পরিশোধ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বমূল্যায়নের লক্ষ্যে সুনির্দিষ্ট ফরম্যাট প্রণয়ন করা হয়েছে।
নির্দেশে বলা হয়, পরিশোধ, নিকাশ ও নিষ্পত্তি ব্যবস্থা সংহতকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণে ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থাপনা আইন ২০২৪’ প্রণয়ন করা হয়েছে। এ আইনের ১৮ ধারার ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক পরিশোধ কার্যক্রমের আধুনিকায়ন, ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণে পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী ও পরশোধ সেবা প্রদানকারীর কার্যক্রমের মানদণ্ড ও নীতি নির্ধারণ এবং প্রয়োগ করতে পারে।