লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় বেলাল হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার সময় উপজেলার সরও বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল উপজেলার ব্যাঙকান্দা এলাকার আব্দুল জব্বার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বেলাল হোসেন মোটরসাইকেলযোগে সরকারের হাট থেকে পাটগ্রাম যাচ্ছিলেন এসময় বুড়িমারীগামী একটি ট্রাক সরও বাজার এলাকায় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের পরিবার থানায় এসেছে। তাদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।