Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: ৭ জনের প্রার্থিতা বাতিল

রাবি করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০২

রাকসু নির্বাচন। ছবি কোলাজ: সারাবাংলা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে সহ-সভাপতি (ভিপি) প্রার্থীসহ সাতজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে আগামীকাল পর্যন্ত প্রার্থিতা ফেরতের জন্য আবেদনের সুযোগ থাকবে বলে জানিয়েছে কমিশন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এ কথা জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

প্রার্থিতা বাতিল করা ৭ জন হলেন- সহ সভাপতি (ভিপি) প্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আশিকুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক রিচার্স চাকমা, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র। এছাড়া সিনেট সদস্য পদে মারুফ হোসেন জেমস ও মো. ওমর ফারুক সাফীন।

বিজ্ঞাপন

রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেট-এ ৫ জন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট ৩২২ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করায় এখন মোট প্রার্থী ৩১৫ জন।

এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘আমাদের মোট প্রার্থী ছিল ৩২২ জন তার মধ্যে আমরা বিভিন্ন কারণে ৭ জনের প্রার্থিতা বাতিল করেছি।’ তিনি বলেন, ‘এদের অনেকের ব্যাংক রশিদ নেই, সই নেই, ছবি নেই, অনেকের ডোপ টেস্ট রিপোর্ট নেই। তবে আগামীকাল তারা প্রার্থিতা ফেরতের জন্য আবেদন করতে পারবেন। যদি তাদের আবেদন গ্রহণযোগ্য হয় তাহলে আমরা বিবেচনা করে দেখব আর গ্রহণযোগ্য নাহলে সেটা বাতিল করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর