Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে শিবিরের মনো-সামাজিক ক্যাম্পে সেবা পেলেন ৪১৭ শিক্ষার্থী

জবি করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৭

ঢাকা: শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজন করা হয় দুই দিনব্যাপী ‘মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প’। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জবি শাখার আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পে মোট ৪১৭ শিক্ষার্থী সেবা নেন।

বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় মঙ্গলবার ও বুধবার এ কার্যক্রম চলে। আয়োজকদের তথ্য অনুযায়ী—ব্যক্তিগত কাউন্সেলিং নিয়েছেন ১৬০ জন, গ্রুপ কাউন্সেলিং নিয়েছেন ১৬২ জন, সেমিনারভিত্তিক সেবা নিয়েছেন ৯৫ জন। দুই দিনে প্রায় ৪১৭ জন শিক্ষার্থী সেবা পান।

ক্যাম্পে ঢাকা মেডিকেল কলেজ, ইনসাইট মেন্টাল হাসপাতাল, অলোরা হাসপাতাল ও আদ-দ্বীন মেডিকেল কলেজ থেকে আসা ৩২ জন অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসক শিক্ষার্থীদের সেবা দেন।

বিজ্ঞাপন

কাউন্সেলিং সেবা নেওয়া জাহির নামের এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ক্যারিয়ার, সম্পর্ক ও পারিবারিক জটিলতা নিয়ে হতাশ থাকে। শিবিরের এই উদ্যোগ মানসিক স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জবি শাখা শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম জানান, গত এক বছরে বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যার ঘটনা বাড়ছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে একটি কাউন্সেলিং সেন্টার থাকলেও সেখানে বিশেষজ্ঞের অভাব রয়েছে। এজন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও জানান, ক্যাম্পে অংশ নেওয়া ১৩৫ জন শিক্ষার্থীকে বিশেষ হেলথ কার্ড দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা সহযোগী হাসপাতালগুলোতে এক মাসে চারটি ফ্রি সেবা পাবেন।

শাখা সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিদিন কার্যক্রম চলে। আমরা অত্যন্ত সফলভাবে ক্যাম্প শেষ করতে পেরেছি।”

উল্লেখ্য , মঙ্গলবার ও বুধবার এ দু’দিন পরীক্ষার দুশ্চিন্তা, সম্পর্কের সংকট, মানসিক চাপ নিয়ন্ত্রণ, চাপের কারণে ভুলে যাওয়া, ডিভাইস আসক্তি ও জীবনযাত্রার পরিবর্তন এই ছয়টি বিষয়ে কাউন্সেলিং সেবা প্রদান করা হয়েছে।

সারাবাংলা/এসএস

ক্যাম্প জবি মনো-সামাজিক শিক্ষার্থী শিবির সেবা

বিজ্ঞাপন

‘এই সময়ের হিটলার ট্রাম্প’
১১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১১

আরো

সম্পর্কিত খবর