Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাসের সবচেয়ে বাজে বাছাইপর্ব, ব্রাজিলের যত লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১২

বিশ্বকাপ বাছাইপর্বে পুরোটা সময় ধুঁকেছে ব্রাজিল

ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল দল তারা। ১৯৩০ সাল থেকে আয়োজিত হওয়া সবগুলো বিশ্বকাপেই অংশ নেওয়ার অনন্য রেকর্ডও আছে তাদের। ব্রাজিল এবারও বাছাইপর্বের বাধা পেরিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে। তবে এবারের বাছাইপর্বটা সেলেসাওদের জন্য ছিল রীতিমত অগ্নিপরীক্ষা। বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে পৌঁছানোর সময় ব্রাজিল এবার গড়েছে অনাকাঙ্ক্ষিত কিছু রেকর্ডও।

বাছাইপর্বের শুরু থেকেই ধুঁকেছে ব্রাজিল। একটা সময় তো সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়েই জেগেছিল শঙ্কা। শেষ পর্যন্ত ১৮ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে পৌঁছে গেছে সেলেসাওরা। বাছাইপর্বের ইতিহাসে এটাই ব্রাজিলের সর্বনিম্ন পয়েন্ট।

বিজ্ঞাপন

এবারের বাছাইপর্ব শেষে ব্রাজিলের অবস্থান ৫ম। বাছাইপর্বের ইতিহাসে এত নিচে থেকে কখনোই বিশ্বকাপে যায়নি ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

বাছাইপর্বের ১৮ ম্যাচে ম্যাচ ৮টিতে জিততে পেরেছে ব্রাজিল। আগে সবগুলো আসরের চেয়ে এটাই ব্রাজিলের সবচেয়ে কম জয়ের রেকর্ড।

এবারের যাত্রায় ব্রাজিল হেরেছে ৬টি ম্যাচ। বাছাইপর্বের ইতিহাসে এত ম্যাচ এর আগে কখনোই হারেনি ব্রাজিল।

বাছাইপর্বের দীর্ঘ এই যাত্রায় ব্রাজিল হজম করেছে ১৭টি গোল। এক বাছাইপর্বে এত গোল এর আগে কখনোই হজম করেনি সেলেসাওরা।

সারাবাংলা/এফএম

বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর