Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটসহ ৪ বিকল্প সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৪

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলো।

ঢাকা: জুলাই সনদ বাস্তবায়নের জন্য চারটি বিকল্প পথের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে রয়েছে—অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশনের পক্ষ থেকে এ সুপারিশ করা হয়। বৈঠকে জানানো হয়, জুলাই জাতীয় সনদ ২০২৫-এ অন্তর্ভুক্ত বিষয়গুলো, যেখানে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো বাস্তবায়নে নানা প্রস্তাব এসেছে।

শুরুর দিকে কমিশনের বিশেষজ্ঞ প্যানেল পাঁচটি পদ্ধতি সুপারিশ করেছিল। অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চাওয়া। তবে দীর্ঘ আলোচনার পর তা সংকুচিত করে চারটি বিকল্প রাখা হয়।

বিজ্ঞাপন

প্রস্তাবগুলো হলো—অধ্যাদেশ জারি করে সনদের ধারাগুলো বাস্তবায়ন।সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা।গণভোট আয়োজন করে জনগণের মতামত গ্রহণ।রাষ্ট্রপতির ক্ষমতাবলে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা।

কমিশনের পক্ষ থেকে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। রাজনৈতিক দল ও জনগণের মতামতের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে সিঙ্গার
২৮ অক্টোবর ২০২৫ ০৯:২১

আরো

সম্পর্কিত খবর