ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে একটি ভবনে এসির কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে রিফাত (২০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে খিলগাঁও জোড়পুকুর পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রিফাত কুমিল্লা জেলার মুরাদ নগর উপজেলার কাজীতলা গ্রামের মো. জসিম মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে সে মুগদা উত্তর মান্ডা এলাকায় থাকতেন।
রিফাতের সহকর্মী মো. আল আমিন জানান, একটি ছয়তলা ভবনের বাইরের দিকে এসি লাগানোর কাজ করার সময় রিফাত নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।