Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

‎স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৬

‎ঢাকা : ‎৪৮ তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ‎প্রকাশিত ফলে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

‎‎বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎‎এর আগে, গত ১৮ জুলাই এই বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়; আর ফল প্রকাশ হয় ২০ জুলাই। এতে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন উত্তীর্ণ হয়েছেন।

‎‎এদিকে, ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট পূরণে এই বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

‎‎https://content.thedailycampus.com/assets/file_manager/source/48_BCS_Result.pdf?_gl=1*dfdcp4*_ga*WVdDY1FlYmV2WWh5V2pETm1FTXhnWUwxV1QxTDJteGluQ0VzUVhqMzJMX0dHenJEV2laUjJVNnZ0dHFWa25ibw..*_ga_HD8RJC7K3J*MTc1NzYwMzg3Ni4xMC4xLjE3NTc2MDM4NzcuMC4wLjA.

‎এই ঠিকানায় বিস্তারিত তালিকা দেখা যাবে।

‎সারাবাংলা/এনএল/এসআর

৪৮তম বিসিএস চূড়ান্ত ফল পিএসসি ফল প্রকাশ বিসিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর