ঢাকা: জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জুলাই সনদের ভিত্তিতেই। তিনি আশা প্রকাশ করেন, কমিশনের দেওয়া পাঁচটি প্রস্তাবের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ–২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
ঐকমত্য কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়াসহ একাধিক পথ খোলা রাখা যেতে পারে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে চারটি উপায়কে (অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ) বাস্তবায়নের জন্য সবচেয়ে বাস্তবসম্মত হিসেবে চিহ্নিত করা হয়।
জামায়াতে ইসলামী বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের পক্ষে মত দেয়। অন্যদিকে গণসংহতি আন্দোলন আদালতের মতামত নিয়ে সংসদ সংস্কার বাধ্যতামূলক করার দাবি তোলে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জানায়, তারা চায় আগামী সংসদের মাধ্যমেই সনদ বাস্তবায়ন হোক।
ডা. তাহের বলেন, “জুলাই সনদের যে লক্ষ্য ও প্রতিশ্রুতি, তা আগামী নির্বাচনের ক্ষেত্রেও বহাল থাকবে। জনগণের প্রত্যাশা পূরণে আমরা এই সনদের বাস্তবায়ন চাই।”