Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোট অথবা গণপরিষদই হতে পারে বাস্তবসম্মত পদ্ধতি : এবি পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

ঢাকা: জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট অথবা গণপরিষদ নির্বাচনই সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া।

এ সময় এবি পার্টির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক এবং জলবায়ু ও সমুদ্র বিষয়ক সম্পাদক সারোয়ার সাঈদ।

ব্যারিস্টার যুবায়ের বলেন, ‘কমিশনের বিশেষজ্ঞ প্যানেল চারটি পথ প্রস্তাব করেছে—অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ। তবে সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে হলে সাংবিধানিক সংঘর্ষ তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। এ কারণে অধ্যাদেশ বা সাধারণ সংসদের মাধ্যমে এ প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণের ইচ্ছা ও মতামতের প্রতিফলন ঘটবে। পাশাপাশি গণপরিষদ বা সংস্কারপরিষদ গঠন করেও এটি বাস্তবায়ন করা যেতে পারে। সংবিধানের ভিত্তিমূল পরিবর্তনে আইনি বৈধতা দিতে হলে গণভোট বা গণপরিষদের মাধ্যমেই তা সম্ভব।’

এবি পার্টির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে সংবিধানের মৌলিক কিছু বিষয়ে পরিবর্তন আনতে হবে। এ পরিবর্তন কেবল গণভোট অথবা সংস্কারকৃত গণপরিষদের মাধ্যমেই সম্ভব, অন্যথায় এটি সাংবিধানিক চ্যালেঞ্জের মুখে পড়বে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অথবা গণপরিষদই হবে সবচেয়ে গ্রহণযোগ্য ও উত্তম পদ্ধতি।’

সারাবাংলা/এফএন/এসআর

এবি পার্টি গণপরিষদ গণভোট জুলাই সনদ

বিজ্ঞাপন

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৮

শরীয়তপুরে হামলায় সাংবাদিক আহত
১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:১২

ইসির ৬১ কর্মকর্তা বদলি
১১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫১

আরো

সম্পর্কিত খবর