Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এনসিপির গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি জটিল বিষয় নয়’

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি কোনো জটিল বিষয় নয়; বরং এটি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তিনি মনে করেন, যদি রাজনৈতিক দলগুলো সম্মত হয়, তাহলে ডিসেম্বরের মধ্যেই গণপরিষদ নির্বাচন আয়োজন করা সম্ভব।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন জানান, ঐকমত্য কমিশন জুলাই সনদকে দুই ভাগে বাস্তবায়নের পরিকল্পনা করেছে। একটি অংশে থাকবে সনদে অর্জিত ঐকমত্য, আরেকটি অংশে থাকবে বাস্তবায়নের ধাপসমূহ। তবে এই বিভাজন প্রক্রিয়া সনদ বাস্তবায়নকে বিলম্বিত বা জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, সংস্কার আলোচনার সময়ে কমিশন দৃঢ় অবস্থান নিলেও বাস্তবায়নের প্রসঙ্গে কিছুটা ঢিলে মনোভাব দেখা যাচ্ছে। এ অবস্থায় কমিশন আজ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বেশ কয়েকটি নতুন পয়েন্ট উত্থাপন করেছে।

আখতার হোসেন বলেন, “সংস্কারের ১৯টি বিষয় সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত। এগুলো টেকসইভাবে বাস্তবায়নের একমাত্র পথ হলো নতুন সংবিধান প্রণয়ন। জনগণ ও রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে।”

তিনি বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, নতুন সংবিধানের দাবি তুলতে পিছপা না হয়ে সংস্কার প্রস্তাবনাগুলোকে দীর্ঘস্থায়ী করার পথে আসতে হবে। না হলে ২০২৪ সালের অভ্যুত্থানে প্রাণ হারানো শহিদদের কাছে দায়বদ্ধতার প্রশ্ন তৈরি হবে।

সারাবাংলা/এফএন/এসআর

এনসিপি ঐকমত্য কমিশন গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান

বিজ্ঞাপন

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৮

শরীয়তপুরে হামলায় সাংবাদিক আহত
১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:১২

আরো

সম্পর্কিত খবর